পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এডিবির অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও প্রতিব›দ্বীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইচ চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ।