ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাটের খড়িতে থাকা বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

পাটের খড়িতে থাকা বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

পাটের খড়িতে থাকা বিষাক্ত সাপের কামড়ে আল্লাদী বেগম (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। সে রান্না ঘরে রান্নার কাজের ব্যবহারের জন্য ঘরের মাছা থেকে পাটের খড়ি নামাতে গিয়ে এ মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে। রাতে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। ঐ নারীর স্বামীর নাম গোলাম হোসেন। তার একজন কন্যা সন্তান রয়েছে।

রবিবার (১৭ মার্চ) রাতে চাঁদপুরের পাশবর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

আল্লাদী বেগমের স্বাজনরা ও এলাকাবাসী রাত সাড়ে ৮টায় আহত অবস্থায় ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আল্লাদী বেগম তারাবুনিয়া ইউনিয়নের প্রর্ধানিয়া কান্দির গোলাম হোসেনের স্ত্রী।

ওই নারীর নিকটাআত্মীয় মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাছায় পাট খড়ি নামাতে গিয়ে সেখানে থাকা সাপের ছোবলে আক্রান্ত হয় আল্লাদী বেগম। বাড়ী থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

বিষাক্ত,সাপ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত