ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১৪:০৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান।
বুধবার (২০ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি ফলের দোকান, একটি হোটেল, একটি বিকাশ দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয় যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের ফলে ৬-৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।