ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের কৃষক হারুনর রশিদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে ঘরবাড়ি, আসবাবপত্র ও নগদ টাকা পূড়ে ভষ্মিভূত হয়েছে। এলাকায়বাসী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ওই ক্ষতিগ্রস্থ পরিবার এখন খোলাকাশের নিচে জীবনযাপন করছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু ছাইদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত