সিরাজগঞ্জে অসহায় ও সুবিধা বঞ্চিত ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ ও বাঘাবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মুসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ও ২ কেজি আলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ওই ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম প্রমূখ।
এ বিষয়ে রেজাউল করিম সাংবাদিকদের বলেন, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। এ সংঘঠনের মাধ্যমে বিশ্বের ৪৩ দেশে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে বাংলাদেশের ৪ টি জেলায় ২ হাজার ২০০ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।