ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারি আটক

ভূরুঙ্গামারীতে ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে সদর ইউনিয়নের সোনাতলী পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হাকিম ও মফিজুল হক।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী কচাকাটা সার্কলের সহকারি পুলিশ সুপার মো:মোর্শেদুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাতে সোনাতলী পুকুর পাড় এলাকায় দুটি অটোরিকশা আটক করে। পরে অটোরিকশা দুটি তল্লাশি করে অটোরিকশার ভিতর থেকে অবৈধভাবে পাচার করা ৭২ টি শাড়ী ও ৫৮৯ টি থ্রি পিচসহ মোট ৬৬১ পিচ ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।

এসময় পাচারের সাথে জড়িত আব্দুল হাকিম ও মফিজুল হককে আটক করা হয় এবং পাচারের কাজে ব‍্যাবহার করা অটোরিকশা দুটিকেও জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (১) ধারামতে মামলা দিয়ে মামলা নং ১৩ আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা স্বীকার করেছেন।

ভূরুঙ্গামারী,চোরাকারবারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত