সিরাজগঞ্জে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল নামকস্থানে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু সাঈদকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। সে বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে। র্যাব-১২’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে মাদক মামলার আইনে উল্লেখিত কারাদন্ডাদেশ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।