ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালীতে ভুয়া সচিবসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পটুয়াখালীতে ভুয়া সচিবসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পটুয়াখালীতে শাকুর হাওলাদার (৪৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ভুয়া সচিব পরিচয়ে ২৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার দায়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ভোলার লালমোহন এলাকার ইমাম শাহাজাদা, জসিম হাওলাদার ও আলমগীর হাওলাদার। গতকাল রাত দশটায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সদর থানার ওসি মো. জসিম।

তিনি বলেন, শাকুর হাওলাদার একজন বাস গাড়ী ব্যবসায়ী। গত ৬ মাস আগে শারিকখালী চেকপোষ্ট এলাকায় বসে তার সঙ্গে ভুয়া সচিব পরিচয়দানকারী ইমামের পরিচয় হয়। পরে তার পরিবারের স্বজনদের সরকারী চাকুরি ও ট্যাক্স ফ্রি প্রাইভেট গাড়ি কিনে দেয়ার কথা বলে ব্যাংকের মাধ্যমে ২৬ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা লেনদেনের সময় বেশ কয়েকজন ইমামকে সহযোগিতা করে। বেশ কয়েকদিন পরে ইমাম টাকা নেয়ার কথা অস্বীকার করলে গত ২৪ ফেব্রুয়ারী শাকুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ মার্চ রাতে তাদের ভোলার লালমোহন এলাকা থেকে গ্রেফতার করে।

ইমামের নামে দেশের বিভিন্ন থানায় আরও ১১ টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

পটুয়াখালী,প্রতারক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত