ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মতলব উত্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মতলব উত্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

চাঁদপুরের মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অতঃপর উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শেখ রাসেল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল এমরান খান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শহীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, গোলাম নবী খোকন প্রমুখ।

মতলব,স্বাধীনতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত