ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

মহান স্বাধীনতা দিবসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় হুইপ বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে নিতে এই কর্ণার ভূমিকা রাখবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।

তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন।

এতে আরো উপস্থিত ছিলেন ডিপিএইচই, কক্সবাজারের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ডিপিএইচই, কক্সবাজারের সাথে সংশ্লিষ্ট সকল পরামর্শক ও ঠিকাদারবৃন্দ।

কক্সবাজার,বঙ্গবন্ধু কর্ণার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত