ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বেকুর হেলপার নিহত

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বেকুর হেলপার নিহত

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বেকু মেশিনের হেলপার সায়েম আলী (১৬) নিহত হয়েছে। সে পাবনার সাথিয়া উপজেলার গোটেংরা গ্রামের নজরুল ইসলাম প্রামানিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো: আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সায়েম আলী ওই এলাকায় বেকু মেশিনের হেলপার হিসেবে কাজ করত। বুধবার ভোর রাতে তার কর্মস্থলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ওই হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত