আশুলিয়ায় সরকারি রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় সরকারি একটি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে স্থাপণা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে স্থাপনা সড়িয়ে নিতে মৌখিকভাবে বললেও তা সড়িয়ে নেয়নি। ফলে ওই ঘটনায় এলাকাবাসির পক্ষ থেকে এক ভুক্তভোগী সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল দুপুরে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে সাইদুর রহমান নামের এক ভুক্তভোগী লিখিত অভিযোগটি দেন।

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত ৮ নং ওয়ার্ড এর গোহাইলবাড়ি মৌজাস্থিত কোনাপাড়া এলাকায় ১৭ শতাংশ জমি রয়েছে তার। ওই জমিসহ আশপাশের মানুষের চলাচলের একমাত্র সরকারি ১২ ফিট একটি রাস্তা রয়েছে। রাস্তার মাথার দুটি প্লটের মালিক তিনি। কিন্তু তিনি ঢাকায় অবস্থান করার সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পাশের প্লটের মালিক বাড়ি করার জন্য রাস্তার উপর ঘরের ভীম করতে থাকেন। কিন্তু জনসাধারণের চলাচলের একমাত্র সরকারি রাস্তার উপর বিল্ডিংয়ের ভীম করার প্রায় ১০ ফিটের মত দখলে নিয়েছেন তিনি। যার কারণে ওই রাস্তার মাথার প্লটের মালিকগণ তাদের প্লটে যেতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছে তারা। দীর্ঘদিন হলেও তা সড়িয়ে নেননি তিনি। তবে বিষয়টি নিয়ে একাধিকবার বসা হলেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে লিখিত অভিযোগ দেন তিনি। 

এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত আলমগীর হোসেনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল আশরাফুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন।