ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ মাদক কারবারি তারা খাতুনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আফসার আলীর স্ত্রী।

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ঘর থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মদ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত