ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের মতবিনিময়

মানিকগঞ্জে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের মতবিনিময়

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে মতবিনিময় ও পথসভা করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম-(বার)।

শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মোরে এ পথসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পথসভায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, যাত্রি হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। চাঁদাবাজি বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, যানবাহনে কোনধরনের চাঁদাবাজি করা যাবেনা। চাঁদাবাজি করলে সে যে সংগঠনের যে-ই হোননা কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ঈদে ১কোটির বেশি লোক ঢাকার বাহিরে যাবে। এই বাহিরের অনেক বড় একটা অংশ আমাদের এখান দিয়ে যাবে। আমরা চেষ্টা করবো যেন আমাদের এখানে কোন জ্যাম তৈরি না হয়। যানজট নিরসনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, নুরজাহান লাবনী, ট্রাফিক ইনচার্জ কে.এম মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ,পুলিশ,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত