সিরাজগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ২০:০৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলা ৩টি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যার দিকে ওই এলাকার রংধনু হাসপাতাল, পিস ল্যাব ও পপুলার হাসপাতালে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব বেসরকারি হাসপাতালে সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করছেন। তবে হাসপাতালে মেয়াদউত্তির্ণ ঔষধ, বৈধ কাগজপত্র না থাকা, জনগনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই তিনটি হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এরমধ্যে পিস ল্যাব হাসাপাতাল ৫০ হাজার টাকা, পপুলার হাসপাতাল ১৫ হাজার ও রংধনু হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শারমিন আলম, আবাসিক চিকিৎসক ডা. নিলুফা জেসমিন নিলু ও মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এদিকে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।