ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আনা পেঁয়াজের চালান

সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আনা পেঁয়াজের চালান

সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আমদানি করা ৫০ হাজার মেঃ টন পেঁয়াজের প্রথম চালান। আমদানিকৃত এসব পেঁয়াজ ঢাকা, গাজিপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট জায়গায় ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

সোমবার ভোরে মালবাহী ট্রেনযোগে আমদানি করা ওই প্রথম চালানের ১৬৫০ মেঃ টন পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে পৌঁছে এবং সকাল ৯টা থেকে এ পেঁয়াজ খালাস শুরু হয়। এরআগে রোববার বিকেলে ভারত থেকে ৪২টি ওয়াগনে এ পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা এসে পৌঁছায় এবং কাগজ পত্র যাচাই বাছাই শেষে রাতে সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হয়।

টিসিবির অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে টিসিবির ৫০ হাজার মেঃ টন পেঁয়াজ আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী প্রথম চালানের ১৬৫০ মেঃ টন পেঁয়াজ সিরাজগঞ্জে পৌঁছে। এরমধ্যে ১ হাজার মেঃ টন পেঁয়াজ ঢাকা জেলার ১’শ জন ডিলারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং বাকি ৬৫০ মেঃ টন পেঁয়াজ গাজীপুর ও চট্টগ্রামে পর্যায়ক্রমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,পেঁয়াজ,খালাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত