ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

দিনাজপুর জেলায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ভুট্টা অর্জিত হয়েছে। ফলন হবে ৭ লাখ ৯৫ হাজার ১৬০ টন।

দিনাজপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান বলেন, চলতি বছর জেলায় ৭১ হাজার ১৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত দেড় হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ অর্জিত হয়ে মোট ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ অর্জিত হয়েছে। প্রতি হেক্টর জমিতে ১০ দশমিক ৯৫ হেক্টর ভুট্টার ফলন অর্জিত হয়েছে। এবার অনুকূল আবহাওয়া এবং ভুট্টা চাষের প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক সার উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের সঠিক সময় প্রণোদনা সরবরাহসহ সব ধরনের পরামর্শ প্রদান করায় জেলায় বাম্পার ভুট্টার ফলন অর্জিত হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় উন্নত জাতের ভুট্টা এফে ৪০, পাইনিওয়ার ৩৩৮৮, পাইনিওয়ার ৯২, ৯৬, ৩৩৫৫, এভারেস্ট, পালোয়ান ৯১২০, সিনজেটা ৭৭২০ উন্নত জাতের ভুট্টা বাম্পার ফলন অর্জিত হয়েছে। এবার ভুট্টা ক্রয়ের আগ্রহ অনেকটাই বেশি থাকায় কৃষকরা তাদের ভুট্টা মাড়াইয়ের পর কাঁচা ভুট্টা ১১০০ থেকে ১২০০ টাকা মন হিসেবে বিক্রি করছেন। ভুট্টা মজুদ রাখার মতো শুকনো কটকটা ভুট্টা প্রতি মণ দেড় হাজার টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা মণ হিসেবে কৃষকের কাছ থেকে বিক্রি হচ্ছে। ভুট্টা ব্যবসায়ীরা এবার পুরোদমে কাঁচা ও শুকনা ভুট্টা ক্রয় করছেন।

ভুট্টা ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতেই কাঁচা ভুট্টা প্রথমে ৪০ কেজিতে ১ মণ ১১০০ টাকা দরে ক্রয় করেছেন। এখন বাজারে চাহিদা থাকায় কাঁচা ভুট্টা ১ হাজার ২০০ টাকা মন পর্যন্ত ক্রয় করছেন। কাঁচা ভুট্টা তার চাতালে গুদামে রাখার মতো শুকিয়ে ওই ভুট্টা এখন ১ হাজার ৮০০ টাকা মণ বিভিন্ন কোম্পানির ক্রয় করছেন। এবার চাহিদা থাকায় নগদ মূল্যে কোম্পানিগুলো ভুট্টা ক্রয় করছেন। ব্যবসায়ীরা কৃষকদের নগদ অর্থ দিয়ে ভুট্টা কিনছেন। এবার জেলায় কৃষকরা ভুট্টা চাষে বাম্পার ফলন অর্জিত হওয়ায় উৎফুল্ল মনে রয়েছে।

দিনাজপুর,বাম্পার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত