নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মার্চ) রাত ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে ওই অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শাফিউল আযম বলেন, সোমবার দিনগত রাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় সনাক্তকরণে চেষ্টা করছে বলে জানান।