ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার ধ্বসে নিচে চাপা পড়ে শ্রমিক জুবায়ের (২৩) নিহত হয়েছে। এ ঘটনায় গার্ডারে কর্মরত আরো ২ শ্রমিক আহত হয়েছে।

নিহত শ্রমিক জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডারে ৩ শ্রমিক কাজ করছিল। মঙ্গলবার সকালে ব্রিজটির ৩টি গার্ডার ধ্বসে পরে। এ সময় ওই শ্রমিক গার্ডারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহত ২ শ্রমিককে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ধস,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত