সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৬:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার ধ্বসে নিচে চাপা পড়ে শ্রমিক জুবায়ের (২৩) নিহত হয়েছে। এ ঘটনায় গার্ডারে কর্মরত আরো ২ শ্রমিক আহত হয়েছে।
নিহত শ্রমিক জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডারে ৩ শ্রমিক কাজ করছিল। মঙ্গলবার সকালে ব্রিজটির ৩টি গার্ডার ধ্বসে পরে। এ সময় ওই শ্রমিক গার্ডারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহত ২ শ্রমিককে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।