সিরাজগঞ্জে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া শহীদ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আসাদুল ইসলাম (৩৯), ঢাকার পল্লবী থানার সেকশন-১২, ব্লক-৩, রোড নং-১, বাড়ী নং-০৯ এর মৃত রাজন সিকদারের মেয়ে সুমনা আকতার (১৯) ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড়গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী নিলুফা বেগম (১৯)। র্যাব-১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং আড়াই হাজার টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।