রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বিষয়ে সমন্বয় সভা 

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের  (এ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি কার্যক্রম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সমন্বয় সভার আয়োজন করে রবি।

বৃহস্পতিবার রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি চয়ন ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, পৌর মেয়র, থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রবির ভিসি  ভর্তি পরীক্ষার সংক্রান্ত  সার্বিক অবস্থা অবহিত করে বলেন, বিগত বছরগুলোতে রবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতবছরের ন্যায় এবারো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা।  রবি ভিসি,  এমপি চয়ন ইসলামকে রবির  একজন অকৃত্রিম সুহৃদ হিসেবে অভিহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সমন্বয় সভার প্রধান অতিথি রবির স্থায়ী ক্যাম্পাস না থাকার পরেও জিএসটির মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শাহজাদপুরে আয়োজন করায় রবির ভিসিেেক অভিনন্দন জানান। সেইসাথে তিনি শাহজাদপুরবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য , ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রবি সফলভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে।  এবার ৩য় বারের মতো রবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে।