ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ১৩০ মন ইলিশ

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ১৩০ মন ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামের এক জেলের জালে এক ক্ষ্যাওয়ে (একবার জাল টানা) ধরা পড়ছে ১৩০ মন ইলিশ।

শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সর্য মাঝি ১৭ জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। একবার জাল টান দেয়ার পরই প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসে তারা। এসব ইলিশের দাম ৪০ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা।

পটুয়াখালী,ইলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত