দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন 

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার ও কৃষি উপকরণের দাম কমানো, রেশনিং চালু করা; দূর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের গ্রেফতার ও বিচার এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন ও সমাবেশ জেলা সম্পাদক কমরেড আকতার আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট রীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু।

তিনি তার বক্তব্য বলেন, সিন্ডিকেট ও অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। এই ডামি ভোটের সরকার জনগণের নয়, সিন্ডিকেট ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করছে। ক্ষমতার মসনদে চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য জনগনের দু:খকষ্ট সরকারের নজরে আসছে না। জনগনের গনঅভ্যুর্থানের মাধ্যমেই ভারতীয় দালাল তোষামোদকারী সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোন উদ্যোগ নেই। বিশ্বব্যাপী সারের মূল্য ৫১ শতাংশ কমলেও সরকারের সারের মূল্য কমানোর কোন উদ্যোগ নেই।

তিনি ঈদের পূর্বেই গার্মেন্টসসহ সকল শ্রেনী পেশার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।