কালবৈশাখী ঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে পটুয়াখালীর বাউফল উপজেলা। ঝড়ের প্রভাবে গাছ চাপায় একজনের এবং বজ্রপাতে অপর একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রবিবার ১১ টার দিকে এই উপজেলায় আঘাত হানে কালবৈশাখী ঝড়৷ এসময় দাশপাড়া ইউনিয়নের চরালকী গ্রামে গাছের নিচে পড়ে মৃত্যু হয় সাফিয়া রহমানের (৯০) আর নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় রাতুল (১৩) নামে এক কিশোরের।
এছাড়া ভাঙা ডালের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্য অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সংকা রয়েছে। পুরো উপজেলা বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক গাছপালা ভেঙে পড়েছে এবং প্রায় অর্ধশত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।