রাঙামাটিতে কখন কোথায় ঈদের জামাত
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১২:৫৬ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
আগামীকাল বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রতিবছরের ন্যায় এবারো রাঙামাটির বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।
এ বছর জেলা শহরে ৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১টি মসজিদে ও ৬টি ঈদগাহে হবে ঈদের জামাত।
তথ্য অনুযায়ী, শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়। রিজার্ভ বাজার বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুক্কুর স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন নিউ রাঙামাটি জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী।
এ ছাড়াও সকাল ৮টায় ও পৌনে ৯টায় বনরুপা আদালত ভবন প্রাঙ্গন ঈদের জামাত, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় রাঙামাটি সরকারী কলেজ মাঠে, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় ভেদভেদী টেনিস কোর্ট মাঠে, সকাল সাড়ে ৮টায় পুরানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সকাল সাড়ে ৮টায় বনরুপা শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
রাঙামাটি পৌরসভার ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্তাবধানে প্রতিটি ওয়ার্ডে এসব পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঈদ জামাত পরিচালনা কমিটি।
ঈদুল ফিতরে রাঙামাটিতে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকবে।