ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীর মিজান ময়দানে ‘আধুনিক তাঁবুতে’ হবে প্রধান ঈদ জামাত

ফেনীর মিজান ময়দানে ‘আধুনিক তাঁবুতে’ হবে প্রধান ঈদ জামাত

ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে পবিত্র ঈদ জামাতের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন স্তরের সার্বিক নিরাপত্তায় থাকবে পুলিশ। ফেনী পৌরসভার উদ্যোগে মুসল্লিদের জন্য নানা সুযোগ সুবিধাসহ সার্বিক নিরাপত্তা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবারই প্রথমবারের মতো মিজান ময়দানে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। সেখানেই সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদ জামাত। নামাজে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

বুধবার বিকেলে মিজান ময়দান পরিদর্শন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী পৌরসভা সূত্রে জানা গেছে, স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে পাঁচ শতাধিক বৈদ্যুতিক ফ্যান লাগানো হয়েছে। ঈদকে আনন্দময় করে তুলতে দুইদিন ধরে আলোকসজ্জার পাশাপাশি মুসুল্লিদের জন্য খেজুর ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ময়দান প্রস্তুতির কাজ করছে ফাগুন কমিউনিকেশন, লাইট ভিশন ও স্বপ্নছায়া নামে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ঈদের দিন যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বিষয় মাথায় রেখেই প্রথমবারের মতো জেলা পর্যায়ে এ তাঁবুটি স্থাপন করা হয়েছে। ঈদ জামাতের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি মুসল্লিরা সুন্দর পরিবেশে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবে।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, মিজান ময়দানকে ঘিরে সার্বিক নিরাপত্তায় থাকবে তিনস্তরের পুলিশ সদস্য। নির্বিঘ্নে ও নিরাপদে যেন মুসল্লীরা নামাজ আদায় করতে পারে সেজন্য নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। তিনি জানান, মূল গেইটে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ সদস্য ও মোবাইল টিম সর্বদা নিয়োজিত থাকবে।

ফেনী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা যায়, অন্যান্য জামায়াতের মধ্যে ফেনী বড় মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, জহিরিয়া মসজিদে ৮টা ৩০ মিনিটে, পুলিশ লাইন্স মসজিদে ৮টা ৩০ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৮টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে ৮টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৮টায়, শান্তি কোম্পানি মসজিদে ৮টায়, ফেনী রেল স্টেশন মসজিদে ৮টা ১৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৮টায়, উত্তর চাড়িপুর মুক্তারবাড়ি জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৮টায়, জিএ একাডেমি হাই স্কুল মাঠে ৮টা ১৫ মিনিট, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায়, লমী হাজারী জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, হাজারী পাড়া জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে এবং তাকিয়া বাড়ি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফেনী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ , জেলার প্রধান ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জামাতের জন্য মিজান ময়দানে প্রস্তুত করা হয়েছে। প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফেনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত