ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জামালপু‌রে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

জামালপু‌রে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

জামালপুরে ঈদ উদযাপনে নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনা নদীর পানিতে ডুবে মিনহাজ (৭) ও মিনাল (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিববার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর মিনহাজ ও মিনাল ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুতলা এলাকার আজহার আলীর ছেলে এবং তারা সহোদর ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ ও মিনাল দুই সহোদর ভাই। গতকাল শনিবার উপজেলা বেলগাছা ইউনিয়নের জারুল তলা এলাকা থেকে মা চায়না আক্তার দুই ছেলে ও স্বামী আজহার আলীকে সাথে নিয়ে চরশিশুয়া গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যায়।

রবিবার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীর নতুন পানিতে স্থানীয় ছেলে-মেয়েদের সাথে মিনহাজ ও মিনাল গোসল করতে যায়। সাঁতার না জানায় কোন এক সময় নিখোঁজ হয়ে যায় দুই সহোদর ভাই । পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।

সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পরের দিন নানার বাড়িতে এসেছিল দুই ভাই।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সহোদর দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর একটি সংবাদ পেয়েছি। তারা মা-বাবার সাথে গতকাল শনিবার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । নিহতদের বাবার বাড়ি যমুনার পূর্বপাড় জারুলতলা এলাকায়। যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি দূর্গম চরাঞ্চল। সেখান থেকে মরদেহ পৌঁছাতে বেশ সময় লাগবে ।

জামালপুর,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত