নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় অটোরিকশার চাপায় হোসেন মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এসময় বিক্ষুব্ধ জনতা অটোরিক্সাটি ভাঙচুর ও চলককে পিটিয়ে আহত করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চলককে আটক করা হয়
অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের চাপায় জাহিদ মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মোগড়াপাড়া ইউনিয়নের তারা মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে মোগড়াপাড়া অটোরিকশা চালানোর সময় কুমিল্লাগামী রুপান্তর মেঘনা সুপার সার্ভিস নামে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক আছে। তাকে ধরতে চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।