ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন ফোরকান মৃধা (৬০) ইমন হোসেন(২১) রাকিবুল (২৮) ও ছালেয়া বেগম( ৫০)। আহতদের ওইদিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে এঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও আহত সুত্রে জানাগেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ফোরকান মৃধার সাথে একই বাড়ির জামাল মৃধা ও গিয়াস মৃধা গ্রুপের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুরে ফোরকান মৃধা তার নিজের ভোগদখলীয় জমিতে মাটি কাটতে যায়। এসময় জামাল মৃধা ও গিয়াস মৃধা গ্রুপ বাধা দেয়। উভয়ের মধ্যে কথাকাটি হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে জামাল মৃধা ও গিয়েস মৃধা গ্রুপ তাদের ১০/১৫ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে ফোরকান মৃধা (৬০) ইমন হোসেন (২১) রাকিবুল (২৮) ছালেয়া বেগমকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

ডাকচিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তাব্যরত ডাক্তার ফোরকান মৃধা (৬০) ইমন হোসেনকে (২১) প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং রাকিবুল ও ছালেয়া বেগমকে (৫০) বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় ইমন হোসেন বাদী হয়ে ৩/৪ জন অজ্ঞাতা নামসহ ৬ জনকে আসামী করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাউফল,বিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত