কাউখালীতে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার উপশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ ই এপ্রিল) সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সোমা দাস, ওসি হুমায়ুন কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকোজ্জামান মিন্টু, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সরকারি এই প্রণোদনার আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে ২১০০ জন প্রান্তিক চাষীদের মধ্যে প্রতি এক বিঘা জমির জন্য ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।