জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াতে জেলার শ্রেষ্ঠ হয়েছেন পাবনার ভাঙ্গুড়ার তামান্না তাবাসসুম। এর আগে সে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
আজ বুধবার পাবনা মডেল মসজিদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে দুপুরে তাকে পুরস্কৃত করা হয়।পাবনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবুল কাশেমসহ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। তামান্না তাবাসসুম উপজেলার হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার ভবানীপুর গ্রামের তিতুমীর জিহাদীর মেয়ে।
তামান্না তাবাসসুম তার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
সে জানায়, আগামী ২২ এপ্রিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা রাজশাহীতে অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়েও বিজয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে সে সবার নিকট দোয়া চেয়েছেন।