নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম(৩৪) নামে এক যুবককে অপহরণ করে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(১৮ এপ্লিল) সকাল ৬ টার দিকে লালপুর পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত এমদাদুল ইসলাম উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামানান্দপুর গ্রামের মণি (২৭) সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল ইসলাম। গত ৬মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে এবার ঈদে বাড়িতে এলে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এমদাদুলকে মেয়ের বাবাসহ ৫/৬ জন মিলে সিএনজিতে উঠিয়ে নিয়ে লালপুর পুরাতন বাজারে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক এমদাদুলকে উন্নতি চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাই। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।