ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে বুধবার বিকেলে রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুরুতেই বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। মহান মুক্তিযুদ্ধে যাঁরা অবদান রেখেছেন তাঁদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় রবির ভিসি ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও গুরুত্ব তুলে ধরে বলেন, "১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এদিন থেকেই মূলত বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব-দরবারে আত্মপ্রকাশ করে। এ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ দ্রæতই মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা আদায় করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে মুক্তিসংগ্রামের সফলতা বেগবান হয় এবং বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়।

তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বাংলাদেশ অনেকদূর অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবারের স্বপ্ন তথ্য-প্রযুক্তি নির্ভর, জ্ঞান-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত