টাঙ্গাইলের মির্জাপুরে একটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে মির্জাপুর পৌরশহরের মসজিদ মার্কেটের পূর্বপাশে তোফাজ্জল ভবনে হাসান'স গার্মেন্টস নামক দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১০টা ২৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ওই দোকানের সকল ধরনের কাপড় পুড়ে গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইঞ্জিনিয়ার হাসান শাহরিয়ার বলেন, আমার দোকানে বিভিন্ন ব্যান্ডের পাঞ্জাবি, প্যান্ট, শার্টসহ সমস্ত মালামাল পুড়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এসময় তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দোকান মালিক পরিবারকে সান্তনা দেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে আগামী তিন দিনের মধ্যে দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানতে চেয়ে নির্দেশ প্রদান করেন।