রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মাসহ আরও দুইজন আহত হয়েছেন। অপরদিকে বরকল উপজেলায় বজ্রপাতে জটিলা চাকমা নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে কালবৈশাখী ঝড়ের সময় লংগদু উপজেলার ভাইবোন ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ময়মনসিংহ। সে তার মাকে নিয়ে মামার বাড়ি লংগদুর ভাইবোনছড়াতে বেড়াতে এসেছিল।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে মামার কাঁচা ঘরে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতের আঘাতে পরিবারের তিনজন আহত হন। গুরুতর অবস্থায় শিশু আয়েশাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন মৃত আয়েশার মা তাজেনুর বেগম ও আয়েশার মামাত বোন মোছা. জেসমিন।
লংগদু থানার পরিদর্শক (ওসি তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, রাঙামাটির বরকলে জটিলা চাকমা (৫৮) নামের এক গৃহবধু নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার সময় বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভুধছড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নাতনীসহ ঘুমন্ত অবস্থায় বজ্রপাতের আঘাতে ঘরের মধ্যে বিছানায় অজ্ঞান হয়ে যান জটিলা চাকমা। পরে তাকে বরকল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত জটিলা চাকমার স্বামী প্রমোদ কানু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।