ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন

হালুয়াঘাটে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন

হালুয়াঘাটে বৈশাখ মাসের শুরু থেকেই তাপমাত্রা যেন আর কোনোভাবেই কমছে না। সূর্য ওঠার পরপরই বাড়ছে তাপমাত্রা। কাঠফাটা রোদে জনজীবন বিপর্যস্ত। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে সাধারণ ও কর্মজীবী মানুষেরা দিশাহারা হয়ে পড়েছেন। সামনে আরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্র্যের ওপরও। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে গোটা উপজেলাবাসীর।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোদের প্রখরতায় পৌর শহরে ছিল না তেমন কোনো মানুষজন। যানবাহন চলাচল করতে কম দেখা গেছে।পথচারীরা কলের পানিতে মুখ ভিজিয়ে তৃষ্ণা থেকে বাঁচার চেষ্টা করছে। আর দাম বেড়েছে ডাব ও তরলজাতীয় খাবারের। প্রতিটি ডাবের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা, বেড়েছে তরমুজের দামও,লেবুর শরবতের প্রতি গ্লাসের দাম নিচ্ছে ১০টাকা।

রিক্সা চালক শাহেদ মিয়া বলেন, তীব্র রোদে রিক্সা নিয়ে পাকা রাস্তায় বের হওয়া যাচ্ছে না। গরমে চাকা বার বার পানচার হচ্ছে। জানি না এ রকম প্রখর রোদ আর কতোদিন থাকবে। কীভাবে জীবিকা নির্বাহ করব।

হালুয়াঘাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত