চাঁদপুরে ব্যাবস্থপক নিখোঁজের ঘটনায় পূবালী ব্যাংকের আট কর্মকর্তা বদলি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১১:০০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক শ্রাকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় পূবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের (আরএম) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। তিন গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সাথে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি (জিডি) ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ।
এদিকে ব্যাংকে থাকা নবাগত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সকল কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেয়া হয়েছে। আগামী রবিবার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দিবেন।
ব্যাংকের নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গ ৪ এপ্রিলের বিকাল ৩টার পর আর খোঁজ মেলেনি। তিনি ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা, অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের নেয়া নগদ ৭৫ লাখ টাকা এবং চাঁদপুর শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটন কয়েকভাগে নেয়া নগদ ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন।
ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও দুদুক চাঁদপুর কার্যালয় এই ঘটনায় তদন্ত কাজ করছে। নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গত ১৪ জানুয়ারি পূর্বালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।