সিরাজগঞ্জে দুই মাথা চার চোখওয়ালা বাছুরের জন্ম

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১১:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পালাশী গ্রামে গরু খামারী কৃষকের একটি গাভী দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং এ অদ্ভুত জোড়া বকনা বাছুর দেখতে ওই কৃষকের বাড়িতে নারী পুরুষের ভিড় জমে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের গরু খামারী কৃষক খয়বার হোসেনের ওই গাভী শুক্রবার দুপুরে এ অদ্ভুদ বাছুর প্রসব করেছে। প্রায় ৪ বছর আগে বিদেশি ষাড়ের মাধ্যমে প্রজনন দিয়ে প্রসূতি গাভীটির জন্ম হয়। পরবর্তীতে গাভীটি বড় হলে প্রজননের জন্য ইনজেকশন ব্যবহার করে গর্ভধারণ করা হয়। দীর্ঘ আট মাস ২৩ দিন পর গাভীটি দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করে। এ বাছুরটি এখনো নড়াচড়া করছে এবং জোড়া মাথার ভারের কারণে উঠতে পারছে না। তবে বাছুরটি এখন পর্যন্ত দেড় কেজি শাল দুধ খেয়েছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) ডা. মো. ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলেন, হরমোনাল ইমব্যালান্সের কারণে এরকম বাছুর প্রসব করার সম্ভাবনা থাকে। এছাড়া প্রজনন গত কারণেও অস্বাভাবিক বাছুর প্রসব হতে পারে। তবে এমন বাছুর প্রসব পরিলক্ষিত হয় না বলে তিনি উল্লেখ করেন।