ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নাটোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় সোহাগ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্লিল) রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ইসলাম (২৮) উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলার মানিকপুর থেকে মোটরসাইকেল যোগে বনপাড়ার দিকে আসছিলেন। এসময় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে পুলিশের (ওসি) আলীমুন আল রাজি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নাটোর,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত