ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী রবীন্দ্র নৃত্যনাট্য বিষয়ক কর্মশালা 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী রবীন্দ্র নৃত্যনাট্য বিষয়ক কর্মশালা 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্র নৃত্যনাট্য: গঠনশৈলীও পরিবেশনারীতি" শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

রবির সংগীত বিভাগ আয়োজিত কর্মশালাটি রবির একাডেমিক ভবন-০১ এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে শুক্রবার সকালে শুরু হয়। ৩ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই, যেখানে তিনি বিচরণ করেননি। রবীন্দ্রনাথের অন্যান্য সৃষ্টিকর্মের মতোই তাঁর নৃত্যনাট্যও আমাদের সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এ কর্মশালায় নৃত্যনাট্যের গঠনশৈলী ও পরিবেশনরীতির ব্যবহারিক বিষয়গুলো শিক্ষার্থীদের অন্তরে গেঁথে দেয়ার জন্য 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্যকে নির্বাচন করা হয়েছে, সেটি তরুণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে। নারীমুক্তি বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার একটি প্রান্তকে এই নাটকের মাধ্যমে খুঁজে পাওয়া যায়।

তিনি আরও বলেন, শুধু নৃত্যনাট্য নয়, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, চিঠিপত্র, চিত্রকর্মসহ রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও তাঁর সৃষ্টিকর্মকে চির অ¤øান করে রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রবি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে রবি প্রতিষ্ঠিত করেছেন। সেই স্বপ্নের বান্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে রবির এক ঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় আজকের এই কর্মশালা। এ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান আমাদের শিক্ষার্থীরা দেশের সংস্কৃতি সেবায় কাজে লাগাতে পারবে বলে আমি দৃড়ভাবে বিশ্বাস করি।

ভারতের জনপ্রিয় নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সাহার পরিচালনায় এ কর্মশালায় রবির বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক নাট্যপ্রেমী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত