ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২১ এপ্রিল) দুপুরে পবা উপজেলার হরিপুরে পদ্মায় নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের লাশ উদ্ধা করে।

মারা যাওয়া দুজন হলেন- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। তিনি এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। নিহত আরেকজন হলেন মনির হোসেন (২০)। তিনি একই এলাকার শাহিন হোসেনের ছেলে। মনির পেশায় থাই মিস্ত্রি।

রাজশাহী মহানগর নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুপুরে কয়েকজন একসাথে নদীতে গোসল করতে নামে তারা দুইজন। এ সময় বাপ্পি ও মনির নদীতে ডুবে যায়।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, লাশ উদ্ধার শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মগে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাজশাহী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত