কন্দাল ফসল উন্নয়নে ঈশ্বরদীতে কৃষক প্রশিক্ষণ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কৃষকা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ- পরিচালক (উদ্যান) মো: নূরে আলম এবং ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আলতাব হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার। কৃষক প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ জন কৃষক - কৃষাণী অংশ গ্রহণ করেন। কৃষক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষক- কৃষাণীকে বিনামূল্যে আদা বীজ প্রদান করা হয়।