ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম চালু ও উদ্বুদ্ধকরন কর্মশালা

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম চালু ও উদ্বুদ্ধকরন কর্মশালা

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম চালু ও উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে ভোমরা সিএ্যান্ডএফ এসোসিয়েশন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। তিনি আনুষ্ঠানিকভাবে এই স্কিমের উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন.সিএ্যান্ডএফ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদ খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোমরা বন্দরে শ্রমিকদের অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন। এর আওতায় বন্দরে কর্মরতরা মাসিক অর্থ সঞ্চয় করলে তা দ্বিগুন করে দেবে সরকার।

সাতক্ষীরা,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত