ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনীতে পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, মিজানুর রহমান রতন ও উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতি প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৪১জন উদ্যোক্তা খামারীর মাঝে পুরস্কারের চেক ও সনদপত্র প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ শুরু হয়। মেলায় ৩৬টি স্টলে গরু, ছাগল, মহিষ ও পোষা পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শণী করা হয়।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত