সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, মিজানুর রহমান রতন ও উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতি প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৪১জন উদ্যোক্তা খামারীর মাঝে পুরস্কারের চেক ও সনদপত্র প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ শুরু হয়। মেলায় ৩৬টি স্টলে গরু, ছাগল, মহিষ ও পোষা পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শণী করা হয়।