ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে "স" মিলে আগুন

সাভারে

সাভারের রাজাশনে একটি "স" 'মিলে আগুনের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার রাজাশনের দারোগা মার্কেটের গিলবার্টের মালিকানাধীন রাজাশন টিম্বার 'স' মিলে আগুনের এ ঘটনা ঘটে।

ফয়ারসার্ভিস জানায়, রাজাশনের ওই 'স' মিলে ভোরে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাভার ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দুটি ইউনিটের আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিস। তবে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে নিতে সময় লাগে প্রায় পৌণে দুই ঘণ্টা। আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের এ ঘটনা ঘটতে পারে। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা। এব্যাপারে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সাভার,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত