ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জমি নিয়ে দ্বন্দ্ব

মানিকগঞ্জে ভাইয়ের উপর ভাই-ভাতিজার হামলা

মানিকগঞ্জে ভাইয়ের উপর ভাই-ভাতিজার হামলা

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের উপর আরেক ভাই ও ভাতিজা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার সময় দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার আব্দুর রউফকে (৬২) মানিকগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাটুয়াবাড়ি এলাকার মৃত ময়নাল হকের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার সময় বিরোধপূর্ণ জমি নিয়ে আব্দুর রউফের সঙ্গে তার ভাই লুৎফরের (৫২) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লুৎফর এবং তার দুই ছেলে রনি ও পাপ্পু আব্দুর রউফের উপর হামলা করে। এসময় একই গ্রামের মৃত মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম ঘটু (৫৫), মৃত মালেকের ছেলে খন্দকার দেলু মুন্সি (৫৭) দলবদ্ধভাবে তাদের সঙ্গে হামলায় অংশ নেয়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করে বলে জানান আব্দুর রউফ। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রউফের পিঠে সেলাই দেয়া হয়েছে। তার মাথা, বুক ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, ঘটনা শোনার সাথে সাথেই সেখানে ফোর্স পাঠিয়েছি। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত