সোনাগাজীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পৃথক আয়োজনে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার সকাল ১০টায় সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ নামাজ আদায় করেন সর্বস্তরের মুসুল্লিরা।
নামাজে ইমামতি করেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম।
নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব।
নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করেন।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। আশপাশের এলাকা থেকে কয়েকশ মুসল্লি নামাজে অংশ নেন।
অপরদিকে সকাল ৯টায় উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের উদ্যোগে বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন বখতারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. আব্দুল হাকিম।