ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

বরিশালে বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সকাল ১১ টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালমারা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে চার বছর বয়সের ছেলে সালমান, মেয়ে রেজবিনা (৯) ও স্ত্রী ছনিয়া (৩২)।

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো:হুমায়ুন কবির জানান, ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালায়। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। আজ সকাল ১১ টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলা করতেছিল, এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার তার( সার্ভিস তার) ছিরে নিচে পরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা ছনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মর্মান্তিক এই দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেল এর দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, শনিবার বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম, তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ,বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত