ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মানুষের মাঝে পানি বিতরণ করলেন ড. হেনরী এমপি

সিরাজগঞ্জে মানুষের মাঝে পানি বিতরণ করলেন ড. হেনরী এমপি

তীব্র দাবদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সুপেয় পানি বিতরণ শুরু করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরী।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথচারী, রিকশাচালক, শিক্ষার্থী ও শ্রমিকদের তিনি বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করেন।

তিনি বলেন, বৈশাখের খরতাপে কদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই প্রতিকূল আবহাওয়া ও প্রচন্ড দাবদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,পানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত